টাঙ্গাইলে মতবিনিময় সভা করলেন বিএনপির প্রচার সম্পাদক টুকু

অনলাইন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ২২:৫৯
শেয়ার :
টাঙ্গাইলে মতবিনিময় সভা করলেন বিএনপির প্রচার সম্পাদক টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২৪ অক্টোবর) টাঙ্গাইল সদরের (৫ আসন) ২ নম্বর গালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ শেষে সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আরও উপস্থিতি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, ২নং গালা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. আদম জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২নং গালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজ দৌল্লাহ।

আমাদের সময়/জেএইচ