চিত্রনায়িকা ববি ও প্রযোজক বাশারের কল রেকর্ড ফাঁস (ভিডিও)

বিনোদন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ২০:২৫
শেয়ার :
চিত্রনায়িকা ববি ও প্রযোজক বাশারের কল রেকর্ড ফাঁস (ভিডিও)
ছবি : সংগৃহীত।

শোবিজের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অভিনয় নিয়ে এক সময় ছিলেন ভীষণ ব্যস্ত। তবে এখন অনেকটাই নিশ্চুপ আছেন এই অভিনেত্রী। কাজে না থাকলেও সরব আছেন নেটদুনিয়ায়। মাঝে ব্যক্তিজীবন নিয়েও ছিলেন আলোচনায়।

খবর রটে- মির্জা আবুল বাশার মামুন নামে এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন ববি। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন আরও নানা কথা। এই কথা চালাচালির মধ্যেই ফাঁস হয়ে গেল ববি ও প্রযোজক বাশারের একটি কল রেকর্ড।

২ মিনিট ৫৩ সেকেন্ডের ভয়েস রেকর্ডে ববি ও প্রযোজক বাশারের মধ্যে বেশ বাক-বিতণ্ডা হয়। সেই রেকর্ডের চুম্বক অংশ প্রকাশ করা হলো।

ববি: তোমার কাছে অলওয়েজ আমি প্রয়োজন, কখনও প্রিয়জন না। আমার প্রয়োজনে তুমি কখনও ছিলে না।

বাশার: পল্টি মারি ঠিক আছে কিন্তু তোমার সঙ্গে মারি নাই।

ববি: ও মাই গড।

বশির: পল্টি মারি না যে তা না, সেকেন্ডের মধ্যে মারতেও পারি আমি।

ববি: এগুলো করে তুমি বড় হইছো, আমি এগুলো করে বড় হই নাই। বুঝতে পারছো আমি যাকে বুক দেই তাকে পিঠ দেই না। দূরে থাকলেও আমি তার জন্য খারাপ চাই না।

বাশার: কারও সম্মান নিয়েই তো কথা বলা হচ্ছে।

ববি: যার যার সম্মান সে সে হারায়। আর তুমি আমার নামে হাজারটা কথা বলে দেখো, সনেট আমার নামে হাজারটা বদনাম করছে তাতে কোনো লাভ হইছে, হয় নাই।

বাশার: না, আমি কারও নামে বদনাম করতে যাই না।

ববি: কারও কথায় আমার সম্মান যাবে না। তুমি খুবই স্বার্থপর একজন মানুষ। কারণ তোমার একটার পর একটা মুভ অন করতে হয়। সিঁড়ির মতো ধরো তুমি, ছেলে হোক বা মেয়ে হোক অথবা যে কোনো সম্পর্কই হোক। আমি এটা ভালো করেই জানি। তারপরও আমি জানি না ঠিক কী কারণে তোমাকে ভালোবাসি। আমার বুকটা হুহু করে উঠেছে। কিন্তু কেন আমার সঙ্গে এমন ব্যবহার করা হয় আমি বুঝে উঠতে পারি না। আমার আম্মু কেন আমার সঙ্গে এমন ব্যবহার করে। আমি অবাক হয়ে যাই। আর আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি কিছু একটা করো।

বাশার: ভালোতো বাসি, পেছনের কথা কেন টানো।

ববি: না না, এটা কয়েকদিন আগের কথা। তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহারই করতা না, যদি তুমি ভালো মনে করতা। ছোট ছোট বিষয় নিয়ে তুমি আমাকে পেইন দিতা না। এর আগেও আমি অনেক কিছু হ্যান্ডেল করে অনেক কষ্ট পাইছি। তুমি আমাকে সবসময় মিথ্যা কথা বলছো। যেটার প্রমাণ আমি বহুবার পেয়েছি। আমি কখনও মিথ্যা বলি নাই বা তোমার সঙ্গে কোনো প্রতারণার কিছু করি নাই। তুমি এটা সব সময়ই করেছো আমার সঙ্গে। তুমি তোমার কথাতেই এখনও আছো। এখনও তোমাকে আমি ভালোবাসি। তাইলে বুঝছো তোমার মাইন্ড আর আমার মাইন্ড কেমন।

বাশার: আমিও অনেক ভালোবাসি।

ববি: তুমি আমার অনুভূতিটাও বুঝো না। তোমাকে যে ভালো করে বুঝিয়ে বলব, তা তুমি ইংলিশও ভালো করে বুঝো না…।

বিষয়টি নিয়ে আরও মিনিট খানেক কথা হয় তাদের মধ্যে।

পরিশেষ বলা যায়, চিত্রনায়িকা ববি ও বাশারের মধ্যে প্রেম চলছে। সেই সম্পর্কের মধ্যে বেশ কিছু অভিযোগ আনেন ববি। বাশারও কথা কাটাকাটি করেন। তবে চিত্রনায়িকা ববি তার কথপোকথনে একাধিকবার বাশারকে মন থেকে ভালোবাসেন বলে জানান।

প্রসঙ্গত, সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন ববি। ফেরার পরই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন বদিউল আলম খোকন পরিচালিত নতুন সিনেমা ‘তছনছ’র শুটিংয়ে। এতে তার সহশিল্পী ও প্রযোজক মুন্না খান। আরও আছেন মিশা সওদাগর, দীপা খন্দকার ও জয়রাজ।

আমাদের সময়/কেইউ