সুনামগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৫, ২০:০৫
শেয়ার :
সুনামগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধ

সুনামগঞ্জের দিরাইয়ে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলঞ্জ গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ইলিয়াস মিয়া ও বর্তমান ইউপি সদস্য মাহবুব মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

গুরুতর আহতদের মধ্যে বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০), জহির মিয়া তালুকদার (৪৫) ও কিশোর মাহিমকে (১৪) উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পিন্টু দাস বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।’

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উত্তম কুমার বলেন, ‘দীর্ঘদিনের পূর্ব বিরোধের জের ধরে কুলঞ্জ গ্রামে সাবেক ও বর্তমান ইউপি সদস্যদের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধসহ ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আমাদের সময়/আরডি