রাইফেলসহ দুইজনকে গ্রেপ্তার করল যৌথবাহিনী
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাইফেল ও ধারালো দেশীয় অস্ত্রসহ দুই ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মামলা করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার এরশাদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রুহুল আমিন ও নওদা বণ্ডবিল গ্রামের ঠান্ডুর ছেলে তারিফ হাসান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী জানতে পারে আলমডাঙ্গা এরশাদপুর গ্রামের রুহুল আমিনের বাড়িতে সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে। আলমডাঙ্গা হারদী আর্মি ক্যাম্পের ও থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে রুহুল আমিন ও তারিফ হাসানকে আটক করে যৌথবাহিনী। এ সময় রুহুল আমিনের বাড়ি থেকে দুটি রাইফেল ও রাইফলের স্কোপ এবং দেশীয় ধারালো অস্ত্র জব্দ করে।
তিনি আরও জানান, এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়ামুল বাদী হয়ে মামলা করেন। বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমাদের সময়/আরডি