চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত
যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম (২১) ও ইমন হোসেন (১৬) নামে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে।
জানা গেছে, নিহত আশরাফুল উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের তরিকুল ইসলামের ছেলে এবং ইমন একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
শুক্রবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের ভাদড়া যাত্রী ছাউনির কাছে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মাঠের কৃষকরা জানান, হেলমেট ছাড়াই দুই তরুণ এপাচি আর টি আর মোটরসাইকেলযোগে খুবই দ্রুত গতিতে চৌগাছা শহরের দিকে যাচ্ছিলেন।
এসময় ঘটনাস্থলে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ডিসকভারি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে এপাচি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালু ভর্তি একটি ট্রলিতে পেছন দিকে মেরে দিলে ট্রলিটি সাইড চেঞ্জ হয়ে রাস্তার অপরদিকে একটি গাছে ধাক্কা খেয়ে ভেঙে চুরমার হয়ে যায়। এসময় দুই তরুণের একজন মটরসাইকেল থেকে ছিটকে পিচ রাস্তায় পড়ে এবং চালক মোটরসাইকেলসহ ট্রলির পেছন দিক দিয়ে নিচে ঢুকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
মাঠের কৃষকরা দ্রুত এসে খবর দিলে দশপাকিয়া ফাড়ির পুলিশ এবং ফায়ার সার্ভিসের চৌগাছা সাব স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন পাটোয়ারীর নেতৃত্বে পুলিশ মরদেহ হেফাজতে নেয়। এ রিপোর্ট লেখার সময় (দুপুর ১টা) পুলিশ মরদেহ উদ্ধারের প্রক্রিয়ায় ছিল।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরবর্তী আইনি ব্যব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমাদের সময়/আরআর