‘ফ্যাসিস্ট সরকার ১৭ বছর প্রত্যেকটি রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করেছে’

লালমনিরহাট প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৫, ১১:৩৫
শেয়ার :
‘ফ্যাসিস্ট সরকার ১৭ বছর প্রত্যেকটি রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করেছে’

লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ ১৭ বছর প্রত্যেকটি রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে তাই ৩১ দফার কোন বিকল্প নাই।’

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, এদিন রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে রোকন উদ্দিন বাবুল বলেন, দমন-পীড়ন, গুম, খুন ও নির্যাতনের কারণে জনগণের জীবন ছিল ঝুঁকির মুখে। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের পর স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নতুন আশা ও স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘বিএনপি কখনো দুর্নীতি, চাঁদাবাজি বা স্বজনপ্রীতিতে বিশ্বাস করে না, ভবিষ্যতেও করবে না। জনগণের সম্পদ জনগণের মাঝে সুষম বণ্টন হবে। আসন্ন নির্বাচনে কোনো ষড়যন্ত্র হলে তা জনগণের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে রুখে দিতে হবে।’

তিনি উল্লেখ করেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমান প্রদত্ত ৩১ দফাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল ভিত্তি হবে।’

এছাড়া সভায় অন্যান্য বক্তারা বলেন, ‘আদিতমারী ও কালীগঞ্জসহ সারাদেশের বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই ৩১ দফা বাস্তবায়ন করবে।’

এদিন রোকন উদিন বাবুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে ৫০০ হিন্দু সম্প্রদায়ের লোক যোগদান করেন। একইসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২০০ শতাধিক ছাত্ররাও বিএনপিতে যোগদান করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়, সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ আদীতমারী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হবি আদীতমারী ও কালীগঞ্জ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সময়/আরআর