ফরিদপুরে ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ফরিদপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৬
শেয়ার :
ফরিদপুরে ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

‎ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী সড়কে দুর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎শিবচর হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা লাইন পরিবহনের একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

‎‎দুর্ঘটনার পর বাসের যাত্রীরা গাড়ি থেকে নেমে সামনের দিকে দাঁড়ালে একই লেনে থাকা একটি ট্রাক এসে বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা যাত্রী নিহত হন এবং ৪ থেকে ৫ জন গুরুতর আহত হন।

‎এদিকে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজন নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন।

‎শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সময়/আরআর