সাগরে ফের লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন বৃষ্টিপাতের আভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এরই মধ্যে সাগরে আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নতুন লঘুচাপটি সৃষ্টি হতে পারে। তবে প্রাথমিকভাবে এর তেমন কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
গণমাধ্যমকে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, এই সম্ভাব্য লঘুচাপটিও ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর দিকে যেতে পারে। তবে স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে পশ্চিমা বাতাসের ধাক্কায় মেঘ আকারে বাংলাদেশের দিকে আসতে পারে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে আগামী ৩ দিনের আবহাওয়া বার্তায় অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে লঘুচাপটি স্থলভাগে পৌঁছানোর পর আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে টানা ৫ দিন দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আমাদের সময়/এআই