মালয়েশিয়ায় জন্মদিন উদযাপন করছেন পরীমণি
চিত্রনায়িকা পরীমনির জন্মদিন আজ। ঢালিউডে আসার পর থেকে একাধিকবার জাঁকজমকভাবে দিনটি উদযাপন করেছেন তিনি। তবে গত তিন বছর ধরে কোনো বড় আয়োজন করেননি তিনি। এবারও নেই আড়ম্বরপূর্ণ কিছু। বিদেশের মাটিতে ছেলেকে নিয়ে বিশেষ দিন উদযাপন করছেন স্বপ্নজালখ্যাত এই নায়িকা।
পরীর জন্মদিন ২৪ অক্টোবর হলেও, চারদিন আগেই কেক কেটেছেন তিনি। জন্মদিনের সময় দেশে না থাকায় তার মেকআপ আর্টিস্ট অর্ক এই আয়োজন করেন। নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে পরী বলেন, ২৪ অক্টোবর আমার বার্থ ডে। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।
অর্ক এর সাথে আমার পরিচয় কাজের সুবাদে। ও মেকাপ আর্টিস্ট। ঢাকায় ও একা থাকে। আমি যে এলাকায় এখন থাকছি ওর বাসাও এখানে। ও খুব ভালো রান্নাও করে। এক এলাকায় থাকায় মাঝেমধ্যে খাবারদাবার আদানপ্রদান হয় আমাদের। দিন দিন ও খুব আহ্লাদি হয়ে যায় আমার কাছে। ভাই এর মতো। ওর ছোট ছোট অনেক আবদার থাকে বারমাস আমার কাছে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আমি এতো খুশি হয়ে গেছি রে অর্ক! আমি সারাজীবন তোদের সাথে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই। থ্যাংক ইউ ভাই আমার। ’
এরপর জন্মদিনের দিন সকালে নিজেকে উইশ করে একটি পোস্ট করেছেন পরীমণি। নিজের বিশেষ দিনটি ঘিরে ফেসবুকে পরীমনি লিখেন, ‘এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন।’ এই ক্যাপশনের সঙ্গে জন্মদিনের ছবিও যুক্ত করেন তিন। ছিল ছেলে রাজ্যের সঙ্গে ছবিও।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট