অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ০৯:২৮
শেয়ার :
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী -পুরুষ ও শিশুসহ ৮ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

জানা যায়, আটকদের মধ্যে ৫ জন নারী, একজন পুরুষ ও দুইজন শিশু রয়েছে। তারা সবাই বরিশালসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীন বাঘাডাংঙ্গা খোসালপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অপরাধে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। 

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, ‘আটক শিশুদেরকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারে পাঠানো হয়েছে। এছাড়া অন্যদেরকে আদালতে সোপর্দ করা হবে।’

আমাদের সময়/আরআর