প্রথমবারের মতো ব্রিটিশ রাজা ও পোপের একসঙ্গে প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৫
শেয়ার :
প্রথমবারের মতো ব্রিটিশ রাজা ও পোপের একসঙ্গে প্রার্থনা

ব্রিটিশ রাজা হিসেবে প্রথমবারের মতো রাজা তৃতীয় চার্লস বৃহস্পতিবার ভ্যাটিকানের পোপের সঙ্গে প্রার্থনা করেছেন। এই প্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোপ চতুর্দশ লিও। প্রার্থনা অনুষ্ঠানটি ভ্যাটিকান মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়।

রাজা হিসেবে চার্লস ইংল্যান্ডের চার্চের সর্বোচ্চ গভর্নর, যা ৫০০ বছর আগে যখন ইংরেজ রাজা অষ্টম হেনরি রোমান-ক্যাথলিক চার্চের সাথে সম্পর্ক ছিন্ন করে তৈরি হয়েছিল। প্রার্থনাটি সিস্টিন চ্যাপেলে অনুষ্ঠিত হয়েছিল।

এদিন চ্যাপেলে একসঙ্গে ধ্বনিত হয়েছে লাতিন স্তব ও ইংরেজি প্রার্থনা; এই চ্যাপেলেই ছয় মাস আগে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্যাথলিক কার্ডিনালদের ভোটে নির্বাচিত হন প্রথম মার্কিন পোপ লিও।

চ্যাপেলের মণ্ডপের কাছে পোপের বাম পাশে বসেন চার্চ অব ইংল্যান্ডের শীর্ষ তত্ত্বাবধানকারী চার্লস। এদিন প্রার্থনায় নেতৃত্ব দেন ক্যাথলিক পোপ লিও এবং অ্যাংলিকান আর্চবিশপ স্টিফেন কটরেল। গাওয়া হয় দুটি রাজকীয় এবং সিসটিন চ্যাপেলের একটি ধর্মসঙ্গীত।

চার্লস লিও’র আগের তিন পোপের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। পোপ দ্বিতীয় জন পল ও ষোড়শ বেনেডিক্টও ব্রিটেন সফর করেছিলেন। কিন্তু কোনোবারই দুই চার্চের একসঘস্থায়ী প্রভাব ফেলবে।