জুয়া কেলেঙ্কারি /

এনবিএ কোচসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ০৮:০০
শেয়ার :
এনবিএ কোচসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ

আমেরিকার ফেডারেল আদালতের এক তদন্তে এনবিএ কোচ চন্সি বিলাপস, মায়ামি হিটের গার্ড টেরি রোজিয়ার এবং সাবেক খেলোয়াড় ডেমন জোন্সসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক কর্তৃপক্ষ দুইটি আলাদা ফেডারেল জুয়া ও অবৈধ বাজি সংক্রান্ত তদন্তের ফলাফল প্রকাশ করে এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে এফবিআই পরিচালক কাশ প্যাটেল, মার্কিন অ্যাটর্নি জোসেফ নোচেলা জুনিয়রসহ কর্মকর্তারা জানান, তদন্তটি ১১টি রাজ্য জুড়ে চলেছে এবং এতে দশ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এতে কুখ্যাত বোনান্নো, জেনোভিজ, গ্যাম্বিনো ও লুচেসে মাফিয়া পরিবারগুলোর সদস্যরাও জড়িত বলে উল্লেখ করা হয়।

পোর্টল্যান্ড ট্রেইল ব্লেজার্সের প্রধান কোচ ও এনবিএ হল অব ফেমার চন্সি বিলাপসকে বৃহস্পতিবার সকালে ওরেগনের পোর্টল্যান্ড শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। একইদিনে মায়ামি হিটের খেলোয়াড় টেরি রোজিয়ারকে ফ্লোরিডার অরল্যান্ডো থেকে গ্রেপ্তার করা হয়।

দুজনকেই পরবর্তীতে নিউইয়র্কের ব্রুকলিন ফেডারেল কোর্টে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এই তদন্তে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ-অবৈধ জুয়া, অর্থপাচার এবং সংগঠিত অপরাধচক্রে সম্পৃক্ততা।

আমাদের সময়/এআই