বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম
টানা দুইদিন রেকর্ড পতনের পর বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। ভূরাজনৈতিক ঝুঁকি বৃদ্ধির কারণে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মূল্যবান এই ধাতুটির দাম আগের দিনের তুলনায় প্রায় ১ শতাংশের বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটে (ইস্টার্ন টাইম) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ১৪৯ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ১৬৫ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।
এরআগে গত সোমবার স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য প্রায় ৫৭ শতাংশ বৃদ্ধি পায়। তবে একদিন পরই মঙ্গলবার স্বর্ণের দাম ৫ দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৩০ দশমিক ৪০ ডলারে নেমে আসে। বুধবারও অব্যহত থাকে পতন।
বিশেষজ্ঞরা বলছেন, ভূরাজনৈতিক ঝুঁকির বৃদ্ধির কারণে আবারও সোনার দাম কিছুটা বেড়েছে। এছাড়া আগামীকাল শুক্রবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) দিকে তাকিয়ে আছেন বিনিয়েগকারীরা। গত সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি ৩.১ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এতে ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহে সুদের হার ০.২৫ শতাংশ কমাতে পারে বলে বিনিয়োগকারীরা আশা করছেন। সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়াতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল জায়ান্ট রসনেফট এবং বেসরকারি কোম্পানি লুকঅয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে ভিতি কৈরি হয়েছে। এ কারণে বিনিয়োগকারীরা কিছুটা উদ্বিগ্ন থাকায় সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
এছাড়াও বিনিয়োগকারীরা আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আসন্ন বৈঠকের জন্যও অপেক্ষা করছেন।
জেপি মরগান পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকে সোনার দাম প্রতি আউন্স গড়ে ৫ হাজার ৫৫ ডলার পৌঁছাতে পারে। ধারণা করা হচ্ছে, বিনিয়োগকারীদের চাহিদা এবং কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় আগামী বছর প্রতি প্রান্তিকে গড়ে ৫৬৬ টন হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
অন্যদিকে, সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। বৃহস্পতিবার ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স স্পট সিলভার ৪৮ দশমিক ২৫ ডলারে বিক্রি হচ্ছে। এছাড়াও প্ল্যাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৬২৩ দশমিক ৯৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশবেড়ে ১ হাজার ৪৭০ দশমিক ৭১ ডলারে বিক্রি হচ্ছে।
এদিকে বিশ্ব বাজারে টানা দুই দিনের পতনের জেরে বুধবার (২২ অক্টোবর) প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৮৬ টাকা পর্যন্ত কমিয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হয়।
আমাদের সময়/ টিটিএ
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস