জেলারকে সপরিবারে হত্যার হুমকি আ.লীগের সাবেক এমপির
নাটোর-২ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেলকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, বুধবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নাটোর সদরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল নিজের পরিচয় দিয়ে নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেলের সঙ্গে কথা বলেন। জেলার রাসেল কথা বলে নিশ্চিত হোন কলদাতা নাটোর সদরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল।
এ সময় সাবেক এমপি শিমুল জেলারকে বলেন, এমপির ঘনিষ্টসহচর নাটোরের শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ১০টি মামলার আসামি মো. কোয়েল বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পাবেন; এ বিষয়ে নাটোর কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছালে তিনি (জেলার) যেন কাউকে না জানান।
আরও জানা গেছে, বুধবার রাতেও জামিনের বিষয় গোপন রাখতে এমপি শিমুল একই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি অডিও বার্তাও পাঠিয়ে হুমকি দেন। নাটোর কারাগারে থাকা কোয়েলকে ১৫দিন আগে অন্য মামলায় হাজিরা দেওয়ার জন্য কুষ্টিয়া কারাগারে পাঠিয়েছিল নাটোর কারাগার কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশ কোয়েলকে পুনরায় আটক করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে একই নম্বর থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ১ মিনিট ও ২টা ৯ মিনিটে একই নম্বর থেকে হুমকি দিয়ে জেলার রাসেলকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে পরপর দুটি ম্যাসেজ পাঠায়।
প্রথম ম্যাসেজে বলা হয়, “ আপনি যে অন্যায় কাজটা করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, মনে রাখবেন আপনার বৌসহ আপনার পরিবার কিভাবে বাঁচাবেন, রক্ষা করবেন, সেটা অবশ্যই ঠিক করে রাখবেন”। অপর ম্যাসেজে বলা হয় “ আপনার বিষয়টি নোট করে রাখা হয়েছে”। এই হুমকি ও জিডির ঘটনায় নাটোরে চ্যাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জেলার রাসেল বলেন, ‘একটি বিদেশি নাম্বার থেকে আমাকে ফোন করে আসামি কোয়েলের জামিনের বিষয়টি যেন কাউকে না জানাই। পরে তিনি আমাকে পুনরায় ফোন করলে আমি ব্যস্ত থাকায় ফোনটি রিসিভ করতে পারি নাই। এবং বুধবার রাতে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি অডিও বার্তাও পাঠিয়ে আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেন।’
নিয়মের কারণে এবং পরিবারের কথা বিবেচনা করে থানায় জিডি করেছেন রাসেল। নাটোর থানায় কর্তব্যরত ডিউটি অফিসার সালমা খাতুন থানায় এ বিষয়ে জিডি এন্টির সত্যতা নিশ্চিত করেছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের সময়/আরডি