‘রাক্ষস’ ছাড়লেন সাবিলা নূর
শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সাবিলা নূরের। প্রথম ছবিতেই বাজিমাত করেন ছোটপর্দার জনপ্রিয় তারকা। সেই ধারাবাহিকতায় কদিন আগে ‘রাক্ষস’ নামের একটি সিনেমায় তিনি যুক্ত হন। কিন্তু হঠাৎ জানা গেল, ছবিটি ছেড়ে দিতে হয়েছে তাকে। কিন্তু কেন?
অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, একই সময়ে ‘বনলতা এক্সপ্রেস’ নামের আরেকটি সিনেমার শুটিং করতে হবে। তাই বাধ্য হয়ে ‘রাক্ষস’ ছাড়তে হয়েছে তাকে। ‘বরবাদ’ দিয়ে পরিচিতি পাওয়া মেহেদী হাসান হৃদয় সিনেমাটি পরিচালনা করছেন। প্রধান চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। অন্যদিকে ‘বনলতা এক্সপ্রেস’ পরিচালনা করছেন তানিম নূর। বেশ আগে ওই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাবিলা নূর।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
এ ছবির শুটিং ডিসেম্বর মাসে শুরু হওয়ার কথা। এতে আরও অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজসহ একঝাঁক তারকা। সাবিলা বলেন, “তানিম ভাইয়ের সঙ্গে ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে অনেক আগে থেকে কথা হচ্ছিল। এর মধ্যে ‘রাক্ষস’ নিয়েও কথা এগোয়। কিন্তু একই সময়ে শুটিং পড়ে যাচ্ছে বলে একটি ছবি ছাড়তে হলো। দুই পরিচালকই আমাকে ভাবতে বলেছিলেন। দুটি ছবিতে কাজ করার ব্যাপারে দুজনই সহযোগিতা করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু আমার মনে হয়েছে, একই সময়ে দুটি কাজ করলে ঠিকঠাক মনোযোগ দেওয়া মুশকিল। তাই একটি চরিত্রে নিজেকে বেশি মনোযোগী রাখতে চেয়েছি।”
‘রাক্ষস’ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় জানান, সাবিলার বদলে তারা এখন নতুন নায়িকা খুঁজছেন। কয়েকজনের সঙ্গে এরই মধ্যে কথাবার্তা হয়েছে। শুটিং শুরুর আগে চূড়ান্ত নাম প্রকাশ করবেন তারা। গত ঈদুল আজহায় ১৩০টি হলে মুক্তি পায় শাকিব-জয়া-সাবিলা অভিনীত ছবি ‘তাণ্ডব’। এই ছবির মধ্য দিয়ে বড়পর্দার নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় সাবিলার। বহু বছর পর ছবিতে একত্রে দেখা যায় জয়া আহসান ও শাকিব খানকে। পরে গত আগস্ট মাসে দুটি ওটিটিতে অবমুক্ত হয় ‘তাণ্ডব’।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা