পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার ও সহকারী কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত-২ আদেশে এ তথ্য জানানো হয়েছে।
পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মো. তারেক জুবায়ের এলএলএমকে ক্রাইম বিভাগের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান পিপিএমকে উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ ছাড়া ডিএমপির ক্রাইম বিভাগের উপকমিশনার মো. মনিরুল ইসলামকে উপকমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে আরেক আদেশে ডিএমপির গোয়েন্দা-রমনা বিভাগের সহকারী কমিশনার মো. শামীম হোসেনকে ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আর ডিএমপির সহকারী কমিশনার সাগর সরকারকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী কমিশনার মো. নাসিম উদ্দিনকে সহকারী কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) হিসেবে পদায়ন করা হয়েছে।
আমাদের সময়/আরডি