ভারতে প্রবেশের চেষ্টা, তৃতীয় লিঙ্গের বাংলাদেশি নাগরিক আটক
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সোহানা নামে তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২২ অক্টোবর) রাতে হিলি সীমান্তের রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে জয়পুরহাট-২০ বিজিবির আওতাধীন সিপি ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আটক সোহানা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মিজানুর রহমানের সন্তান।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে সোহানা সীমান্ত সংলগ্ন রেলস্টেশন এলাকা দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
এ সময় কর্তব্যরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে তাকে আটক করেন। পরে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।