চায়না শর্ট ভিডিও কনফারেন্সের দ্বিতীয় মৌসুম শুরু

কুদরত উল্লাহ
২৩ অক্টোবর ২০২৫, ১৯:০৫
শেয়ার :
চায়না শর্ট ভিডিও কনফারেন্সের দ্বিতীয় মৌসুম শুরু
ছবি : সংগৃহীত।

চায়না শর্ট ভিডিও কনফারেন্সের দ্বিতীয় মৌসুম শুরু হয়েছে। গত ১২ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির প্রচার বিভাগ, সিএমজি ও জেজিয়াংয়ের প্রাদেশিক কমিটি আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয়। সপ্তাহের প্রতি রবি-সোমবার সিএমজির সিসিটিভি-থ্রি, ইয়াংশিপিন ও সিসিটিভি ডট কমে রাত ৯টায় প্রচার হচ্ছে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানের থিম, ‘শর্ট ভিডিওস লিংক থাউজ্যান্ড অব ইন্ডাস্ট্রিজ’। এবারের আয়োজনে অংশ নিচ্ছে ৩৩টি গ্রুপ। তাদেরকে পেশাগত যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করেছে। এখানে বিশেষজ্ঞ ও ইন্ডাস্ট্রি লিডারদেরও নতুন আইডিয়া শেয়ার করার সুযোগ রয়েছে। হাংজু শহরকে বলা হয় ‘চীনের ছোট ভিডিওর শহর’। এখান থেকে উৎপাদনশীল গ্রুপ তৈরি হচ্ছে এবং চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে।

প্রযুক্তিগত উদ্ভাবন এবং ক্রমবর্ধমান দর্শক চাহিদার কারণে চীনের ‘ছোট ভিডিও বাজার’ ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে ও বৈচিত্র্যময় কন্টেন্ট ফর্ম্যাট তৈরি করছে। কিছু নির্মাতা ভবিষ্যতের পরিকল্পনা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন, আবার অন্যরা দৈনন্দিন জীবন ধারণ করতে এবং অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারের জন্য সঙ্গীতও ব্যবহার করেন। কেউ কেউ খাবারের মাধ্যমে চীনের সৌন্দর্য্য ও সংস্কৃতির অন্বেষণ করেন, দেশের সমৃদ্ধ সৌন্দর্য এবং সংস্কৃতিকে তুলে ধরেন।

এই রিয়েলিটি শো দুই ধাপে হয়ে থাকে। প্রথম পর্যায়ে, প্রতিটি পর্বে আটটি ‘বার্ষিক সম্মানিত কনটেন্ট ক্রিয়েটরদের’ ফিচার করা হয়। এই গ্রুপগুলো ছোট ভিডিও প্রদর্শন করে এবং সৃজনশীলতা এবং উদ্যোক্তাদের প্রকৃত গল্প বলার চেষ্টা করে। দ্বিতীয় পর্যায়ে, ক্রিয়েটরদের ৩২টি দল কাজ করে। ‘হ্যাংজু দেখুন’ থিমে তারা শর্ট ভিডিও প্রকাশ করে যেখানে। ভিডিওগুলোতে থাকে শহর সম্পর্কে নতুন গল্প ও তথ্য। 

এবারের জুরি ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের পাশাপাশি বিচারক প্যানেলে যুক্ত হয়েছেন এই খাতের অগ্রনী উদ্যোক্তরা।  

প্রসঙ্গত, "চায়না শর্ট ভিডিও কনফারেন্স" সিজন ২ এর মাধ্যমে চীনের শর্ট ভিডিও শিল্পকে আরও উন্নত পেশাদার ও বৈশ্বিক বাজারের উপযোগী করে তোলা হবে।