রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ১৮:৪২
শেয়ার :
রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক শহরের এক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতের এই বিস্ফোরণে আরও কমপক্ষে ১২ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দেশটির চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর বিস্ফোরণে হতাহতের এই তথ্য জানিয়েছেন। 

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় চেলিয়াবিনস্কের গভর্নর আলেক্সেই টেক্সলার বলেছেন, ওই কারখানায় বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া কারখানার আরও ১২ কর্মী নিখোঁজ রয়েছেন। তবে কী কারণে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি।

টেক্সলার বলেন, দশজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। বিস্ফোরণস্থলে বর্তমানে উদ্ধার অভিযান চলছে। সেখান থেকে পাঁচজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, আহতদের মধ্যে দু’জনকে বার্ন সেন্টারে এবং আরও দু’জনকে আঞ্চলিক ক্লিনিক্যাল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া অপর একজন কোপেইস্ক সিটি হাসপাতালে অর্তি আছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকেও অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

আমাদের সময়/এমএইচ/