রাজধানীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৫, ১৬:৫০
শেয়ার :
রাজধানীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচ তলা থেকে দুই পা বাঁধা অবস্থায় এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাসেল সরকার বলেন, বুধবার দিবাগত রাতে ট্রিপল নাইনে সংবাদ পেয়ে সায়েদাবাদ এলাকার একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের নিচ তলা থেকে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। গেঞ্জির কাপড় দ্বারা গলা ও দুই পা বাঁধা ছিল। তার জিহ্বা বাইরে কামড় দেওয়া অবস্থায় ছিল।

তিনি বলেন, ওই যুবকের পরনে ছিল গোলাপি রঙের হাফ গেঞ্জি ও কালো জিন্স প্যান্ট।

এসআই আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর বস্তাবন্দি করে ওই স্থানে ফেলে রেখে গেছে।

আমাদের সময়/জেআই