নতুন রূপে নজর কাড়লেন পাওলি দাম

বিনোদন ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ১৫:৫৪
শেয়ার :
নতুন রূপে নজর কাড়লেন পাওলি দাম
ছবি : সংগৃহীত।

নতুন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। জি-ফাইভ বাংলার নতুন ওয়েব সিরিজ ‘গণশত্রু’-তে ‘ত্রৈলোক্য দেবী’ চরিত্রে নজর কেড়েছেন তিনি। সিরিজে ১৮৮০ সালের প্রথম নারী ‘সিরিয়াল কিলার’ ত্রৈলোক্যতারিণী দেবীর ভূমিকায় দেখা যাবে পাওলিকে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গল্পে ফুটিয়ে তোলা হয়েছে একজন যৌনকর্মী কীভাবে সিরিয়াল ক্রিলার হয়ে উঠলেন।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে ‘গণশত্রু’ সিরিজ নিয়ে কথা বলেছেন পাওলি। সিরিজের মাধ্যমে অপরাধীরা গৌরবমন্ডিত হয়ে উঠবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো ভাবেই সেটা হবে না। কারণ, প্রত্যেকটি দৃশ্য ভীষণ চুলচেরা বিশ্লেষণ করে শুটিং করেছি।’ সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘প্রত্যেক নারীর মধ্যে কিছু অনুভূতি থাকে। লোভ, হিংসা, খ্যাতি, ক্ষমতা দখলের স্বপ্ন সব নারীর। কে, কোন অনুভূতিকে বেশি গুরুত্ব দেবেন সেটা তার ওপরে নির্ভর করছে। ২০২৫-এ এসে এ বিষয় নিয়ে কারও দ্বিধা নেই।’

সমাজ কাদের ‘গণশত্রু’ হিসাবে চিহ্নিত করবেন জানতে চাইলে দ্বিধায় পড়ে যান পাওলি। হাসতে হাসতে বলেন, ‘খুব কঠিন প্রশ্ন। উত্তর দেওয়া আরও কঠিন। সাধারণ মানুষ এখন যথেষ্ট বুদ্ধিমান। তাঁরা হয়তো সবই জানেন বা বোঝেন। শুধুমাত্র মুখ খুলছেন না।’

সম্প্রতি অরিত্র সেনের ‘জুলি’ ছবিতেও এক যৌনকর্মীর রাজনীতিবিদ হয়ে ওঠার গল্পে অভিনয় করেছেন পাওলি। সেখানেও যৌনকর্মীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। দর্শক ‘জুলি’ আর ‘ত্রৈলোক্য দেবী’ কে আলাদা করবেন কীভাবে? পাওলি বলেন, “দুটো চরিত্রই আলাদা। মিল বলতে দুইজন-ই যৌনকর্মী। ‘জুলি’ চরিত্রটি কাল্পনিক। ‘ত্রৈলোক্য দেবী’চরিত্র বাস্তব। ‘জুলি’র স্বভাব, সাজ, আচরণ— সব কিছুই আলাদা। অন্যদিকে ত্রৈলোক্যতারিণীর অপরাধী হয়ে ওঠার কারণ দেখানো হবে তাঁর দৃষ্টিভঙ্গি থেকে।”

প্রসঙ্গত, পাওলি দেখা যায় ‘ছাদ’ চলচ্চিত্রে। ৭ মার্চ ২০২৫ সালে মুক্তি পায় সিনেমাটি। এই ছবিতে পাওলি দাম ছাড়াও অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, অনুরাধা রায়, এবং রাজনন্দিনী পাল।

আমাদের সময়/কেইউ