স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৬

ঢামেক প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৫, ১৪:২৩
শেয়ার :
স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৬

নরসিংদী সদর উপজেলার পশ্চিম ঘোড়াদিয়ায় বসতবাড়িতে বাইরে দিয়ে দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন মাদকাসক্ত স্বামী ফরিদ মিয়া। এতে তার স্ত্রী ও সন্তানসহ ৬ জন দগ্ধ হয়েছেন। 

এদের মধ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে ৫ জনকে জাতীয় বার্ণ ইনিস্টিউটের নিয়ে আসা হয়। এখানকার চিকিৎসক গুরুতর ৩ জনকে ভর্তি রেখে বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। 

দগ্ধরা হলেন, রীনা বেগম (৩৬), তার ছেলে ফরহাদ (১৫), তৌহিদ (৭), রীনার বোন সালমা আক্তার (৩৫) আরাফাত ও জিহাদ। 

সালমা বলেন, ‘তার ভগ্নিপতি বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার দিকে আমাদের ছাপড়া ঘরে বাইরে থেকে দরজায় তালা দিয়ে চারদিকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি।’

উদ্ধারকারী প্রতিবেশী ওমর ফারুক জানিয়েছেন, ‘আমরা তাদের আর্তচিৎকার শুনে ঘরের বেড়া ভেঙে ভেতর থেকে একে একে তাদের উদ্ধার করি। স্থানীয় নরসিংদী সদর হাসপাতাল হয়ে ভোর সোয়া ৫টায় বার্ণ ইন্সটিটিউটে আনা হয়।’ 

সত্যতা নিশ্চিত করে জাতীয় বার্ণ ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধের মধ্যে ৩ জনকে ভর্তি করা হয়েছে। 

রীনা বেগমের শরীরের ৫৮ শতাংশ, তার ছেলে ফরহাদের ৪০ শতাংশ ও তৌহিদের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ভর্তিকৃত ৩ জনের অবস্থাই গুরুতর।

আমাদের সময়/আরআর