যে ৩ কারণে হত্যা মামলা থেকে ইরেশ যাকেরকে অব্যাহতির সুপারিশ
অভিনেতা ও ব্যবসায়ী ইরেশ যাকেরের বিরুদ্ধে জুলাই আন্দোলনের শ্রাবণ হত্যা মামলায় অব্যাহতির আবেদন করা হয়েছে। মিরপুর মডেল থানার পরিদর্শক সাজ্জাদ রোমন গত ৯ অক্টোবর আদালতে অন্তর্বর্তী প্রতিবেদনে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইরেশ যাকেরের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমত ইরেশ জাকের ও ইকরাম মঈন চৌধুরী ২০২৪ সালের ৫ আগস্ট বেলা আড়াইটার দিকে মামলার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে কোনো প্রত্যক্ষদর্শী এবং সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। দ্বিতীয়ত, ওদিন ওই সময় ঘটনাস্থলে তাদের উপস্থিতির স্থিরচিত্র বা কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। তৃতীয়ত, তারা সেখানে উপস্থিত থেকে মামলার ঘটনা সংঘটিত করেছিলেন বলেও কোনো তথ্যবহুল দালিলিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।
এজন্য তাদের বিরুদ্ধে আনা অপরাধের দায় থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ভবিষ্যতে আসামিদের বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে প্রামাণ্য দালিলিক এবং বাস্তবভিত্তিক কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
১১ বছরেও বিচারে অগ্রগতি নেই
বলা দরকার, মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় গত ২৭ মার্চ তার ভাই মোস্তফিজুর রহমান বাপ্পী বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৭ জনকে আসামি করা হয়েছে।
আমাদের সময়/ এসএ
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি