হবিগঞ্জে কলেজছাত্র খুন
পারিবারিক বিরোধের জের ধরে সাদেক চৌধুরী (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে বানিয়াচং উপজেলার বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তিনি স্থানীয় শচীন্দ্র কলেজের বানিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
নিহতের মামা মর্তুজ আলী জানান, তার বোন জামাই লেবু মিয়া ওই উপজেলার কাগাপাশা গ্রাম থেকে এসে পরিবার নিয়ে একই উপজেলার বলাকীপুর গ্রামে বসবাস করতেন। কিছুদিন পূর্বে তার অপর ভাগ্নে পুলিশ কনস্টেবল এনায়েত আহমেদ চৌধুরী ওই গ্রামের সারাজ মিয়ার মেয়েকে প্রেম করে বিয়ে করেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার সময় সাদেককে গ্রামের পার্শ্ববর্তী রত্না বাজারের নিকট একা পেয়ে সারাজ মিয়া তার ছেলে ও ভাতিজাদের নিয়ে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
আমাদের সময়/আরআর