গুগল ক্রোমকে চ্যালেঞ্জ /

নতুন ব্রাউজার ‘এটলাস’ নিয়ে এলো ওপেনএআই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ১১:৫৭
শেয়ার :
নতুন ব্রাউজার ‘এটলাস’ নিয়ে এলো ওপেনএআই

নিজস্ব ওয়েব ব্রাউজার ‘এটলাস’ উন্মোচন করেছে ওপেনএআই। এটি তাদের জনপ্রিয় চ্যাটবটকে কেন্দ্র করে তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ব্রাউজার, যা সরাসরি গুগল ক্রোমের আধিপত্যের সঙ্গে প্রতিযোগিতায় নামছে।

ওপেনএআই এই লঞ্চের মাধ্যমে তাদের ৮ কোটি সাপ্তাহিক চ্যাটজিপিটি ব্যবহারকারীর সুযোগ কাজে লাগাতে চাচ্ছে। নতুন ব্রাউজার ব্যবহার করে তারা ব্যবহারকারীর অনলাইন আচরণ সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে এবং এর মাধ্যমে আরও বেশি ইন্টারনেট ট্রাফিক এবং আয় অর্জনের চেষ্টা করবে।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির ইতিমধ্যেই ৮ কোটি ব্যবহারকারী আছে, যদিও এদের অনেকেই এটি বিনামূল্যে ব্যবহার করছেন। সংস্থাটি প্রদত্ত পেইড সাবস্ক্রিপশনও বিক্রি করছে, কিন্তু এখনো আয়ের চেয়ে বেশি ক্ষতি হচ্ছে এবং তারা দীর্ঘমেয়াদি লাভের উপায় খুঁজছে।

ওপেনএআই জানিয়েছে, ‘এটলাস’ প্রথমে অ্যাপলের ল্যাপটপে চালু হবে এবং পরবর্তীতে মাইক্রোসফটের উইন্ডোজ, অ্যাপলের আইওএস এবং গুগলের অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যাবে।

ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এটিকে ‘দশকের এক বিরল সুযোগ, যা আমাদের ব্রাউজারের ভূমিকা এবং ব্যবহারের ধরন পুনর্ভাষার সুযোগ দিচ্ছে’ হিসেবে বর্ণনা করেছেন।

আমাদের সময়/এআই