‘এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না’
শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা- প্রার্থনা ফারদিন দীঘি এখন শোবিজের আলোচিত তারকা। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘জংলি’। এতে তিনি অভিনয় করেন চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে। এরপর অনেকটাই নিশ্চুপ ছিলেন দীঘি। পাওয়া যায়নি নতুন কোনো সিনেমার খবর। বিরতির পর ‘বিদায়’ দিয়ে ফিরলেন এই চিত্রনায়িকা।
সম্প্রতি সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে চলছে সিনেমার দৃশ্যধারণ, যা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর মধ্যপ্রাচ্যের একটি দেশে ধারণ করা হবে সিনেমার কিছু দৃশ্য। এতে দীঘির সহশিল্পী হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ।
নতুন কাজ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন দীঘি। তার ভাষ্য, ‘প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে প্রধান। কারণ চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। কাজ করলে সমালোচনা থাকবেই, কিন্তু এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আগে কষ্ট পেতাম, এখন বুঝি- অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নায়িকা হিসেবে পর্দায় পা রাখার পর বহু সমালোচনার মুখোমুখি হয়েছেন দীঘি। সেটিকে নিজের জীবনের প্রেরণা হিসেবে দেখছেন বলেও জানান তিনি। সমালোচনা তাকে আরও দৃঢ় করেছে এবং শিল্পী হিসেবে গড়ে তোলার সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।
এদিকে, ‘বিদায়’ সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। এর আগে তিনি শাকিব খানকে নিয়ে নির্মাণ করেন ‘বরবাদ’ সিনেমাটি। ‘বিদায়’ প্রযোজনা করছেন শাহরিন আক্তার।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/ এসএ