সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ১১:৩১
শেয়ার :
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। এর নেতৃত্ব দিচ্ছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়েছে। 

বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক ইসি সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ‌আছেন।

এর আগে গত সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয় বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত করতে নির্বাচন কমিশনের (ইসি) যে উদ্যোগ, বৈঠকে সে সম্পর্কে বিএনপি তার অবস্থান তুলে ধরবে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগের বিষয়ে বিএনপির পর্যবেক্ষণ লিখিতভাবে নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হবে।

এ ছাড়া ভোটগ্রহণের সঙ্গে নিরপেক্ষ ব্যক্তিদের যুক্ত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হবে। ইসির কাছ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতাও চাইবে বিএনপি।


আমাদের সময়/এএস