ক্যানসার চিকিৎসা চলাকালীন নতুন সমস্যায় দীপিকা
ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী দীপিকা কক্কর মরণ রোগ লিভার ক্যানসারে আক্রান্ত। বর্তমানে চিকিৎসা শুরু করলেও শরীরে দেখা দিচ্ছে নানা নতুন সমস্যা। গত ১০ জুলাই থেকে তার 'টার্গেটেড থেরাপি' শুরু হয়েছে। আর সেই থেরাপির জেরেই একাধিক পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালটা নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কেটেছে দীপিকার। একটি রিয়েলিটি শো মাঝপথে ছাড়তে হয়েছে তাকে। এরপরেই ধরা পড়েছে লিভার ক্যানসার। গত মে মাসে অস্ত্রোপচারও হয়েছে তার। এরপর থেকেই নানা জটিলতার সম্মুখীন হয়েছেন তিনি। সম্প্রতি একটি ব্লগে দীপিকা জানান, শরীর ক্রমশ খারাপ হচ্ছে তার।
অভিনেত্রীর কথায়, ‘শরীরে নানা সমস্যা হচ্ছে। ‘টার্গেটেড থেরাপি’ হলে সাধারণত চুল পড়ে না। তবে আমার ক্ষেত্রে একেবারে অন্য হচ্ছে বিষয়টা। মাথার সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে। সারা মুখে ঘা। এমন অবস্থা হয়েছে যে, শীঘ্রই নকল চুল পরতে হবে। এ ছাড়া থাইরয়েডের পরিমাণও আগের থেকে বেশি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শুধু তাই নয়, সম্প্রতি রক্ত পরীক্ষাও করানো হয়েছে অভিনেত্রীর। বার বার মন খারাপ হচ্ছে তার। কখনো হাসছেন, কখনো ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছেন। তবে এই ‘টার্গেটেড থেরাপি’ আরও দেড় বছর চলবে বলেও জানিয়েছেন দীপিকা। ফলে টানা এই থেরাপি চললে যে তিনি আরও অসুস্থ হয়ে পড়বেন, এই বিষয়টা ভেবেই খানিক শিউরে উঠছেন অভিনেত্রী।
আমাদের সময়/ টিটিএ
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট