টঙ্গী থেকে নিখোঁজ ইমাম, হাত-পা বাঁধা অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার
গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ টি এন্ড টি সরকারি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিবুল্লাহকে পঞ্চগড় থেকে শিকল দিয়ে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আজাদি আন্দোলনের বাংলাদেশের আমির আতাউর রহমান বিক্রমপুরী।
আমাদের সময়কে তিনি জানান, পঞ্চগড়ের যুব সংগঠনের সাধারণ সম্পাদক মো. হোসেন তাকে ফোন করে জানান, বৃহস্পতিবার ভোরে পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় মাওলানা মহিবুল্লাহকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা '৯৯৯'এ ফোন করেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয় মুসল্লিরা জানান, মাওলানা মহিবুল্লাহ চলমান সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও উগ্রপন্থী সংগঠনের কার্যক্রম নিয়ে জুমার খুতবায় বয়ান করার পর থেকে ১২বার চিঠি দিয়ে তাকে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে গত মঙ্গলবার (২১ অক্টোবর) পুনরায় তাকে হুমকি দেওয়া হয়। এরপর বুধবার (২২ অক্টোবর) তিনি নিখোঁজ হন।
এদিকে নিখোঁজের ঘটনায় মাওলানা মো. মহিবুল্লাহর ছেলে মো. মোহামুদুল্লাহ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মাওলানা মহিবুল্লাহকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুজ্জামান।
আমাদের সময়/আরআর