প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌকায় মার্কিন হামলা, নিহত ২
প্রশান্ত মহাসাগরে আরেকটি সন্দেহভাজন মাদকবাহী নৌকার ওপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে নৌকায় থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন, তবে মার্কিন বাহিনীর কেউ আহত হয়নি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) এ খবর জানিয়েছে।
বিবিসি সূত্রে খবর, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ওই নৌকায় থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন, তবে মার্কিন বাহিনীর কেউ আহত হয়নি।
তিনি আরও বলেন, ‘মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নৌকাটির গতিবিধি আগে থেকেই জানত এবং ধারণা করা হচ্ছিল এটি আন্তর্জাতিক জলসীমার একটি পরিচিত রুটে মাদক বহন করছিল।’
এই হামলাটি ২ সেপ্টেম্বরের পর থেকে সন্দেহভাজন মাদকবাহী নৌকার ওপর মার্কিন বাহিনীর অষ্টম হামলা, তবে এটি প্রশান্ত মহাসাগরে প্রথম।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আন্তর্জাতিক জলসীমায় নৌকায় বোমা হামলার বিষয়ে তার প্রশাসনের বৈধ ক্ষমতা রয়েছে। তবে স্থলভাগে হামলা চালানোর সিদ্ধান্ত নিলে কংগ্রেসের অনুমতি নেওয়া হতে পারে।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এটা করতে পারি, আর যদি স্থলভাগে যাই, তাহলে হয়তো কংগ্রেসে ফিরে যাবো।’
ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন “পুরোপুরি প্রস্তুত” স্থলভাগেও মাদকবিরোধী অভিযান সম্প্রসারণে- যা পরিস্থিতির বড় রকমের উত্তেজনা সৃষ্টি করতে পারে।
ওভাল অফিসে ট্রাম্পের পাশে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘যারা মাদকবাহী নৌকা বিস্ফোরিত হতে দেখতে চায় না, তারা যেন যুক্তরাষ্ট্রে মাদক পাঠানো বন্ধ করে দেয়।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, পানিতে দ্রুতগতিতে চলা নীল রঙের একটি স্পিডবোট হঠাৎ মার্কিন গোলাবর্ষণে ধ্বংস হয়ে যায়।
সম্প্রতি মার্কিন কংগ্রেস সদস্যদের কাছে পাঠানো এক ফাঁস হওয়া স্মারকলিপিতে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা মাদক পাচারকারী সংগঠনগুলোর সঙ্গে “অ-আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে” জড়িত আছে বলে বিবেচনা করছে।
সন্দেহভাজন মাদকবাহী নৌকাগুলোর ওপর মার্কিন হামলায় এ পর্যন্ত অন্তত ৩৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে একটি ছিল সম্প্রতি ক্যারিবীয় সাগরে আধা-ডুবোজাহাজে হামলা।
আমাদের সময়/এআই
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস