ছিনতাইকারীর হামলা, মোটরসাইকেল থেকে পড়ে দম্পতি আহত
চট্টগ্রামের লোহাগাড়ায় ছিনতাইকারীর আক্রমণে মোটরসাইকেল থেকে পড়ে দম্পতি আহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মৃত ছিদ্দিক আহমদের পুত্র আবদুর রহিম (২৭) এবং কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুরুল আলমের মেয়ে মায়মুনা বেগম (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে মোটরসাইকেল থেকে পড়ে আহত অবস্থায় দম্পতিকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর আরেকটি মোটরসাইকেলে থাকা তিনজন যুবককে দ্রুত মহাসড়ক থেকে অভ্যন্তরীণ সড়ক দিয়ে পালিয়ে যেতে দেখা যায়।
আহত আবদুর রহিম জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে চন্দনাইশ থেকে শ্বশুরবাড়ি চকরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে লোহাগাড়া থানা এলাকায় পৌঁছালে তিনজন অজ্ঞাত যুবক তাদের মোটরসাইকেল নিয়ে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে পেছন দিক থেকে এক যুবক ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে আক্রমণের চেষ্টা করে এবং তার স্ত্রীর হাতে থাকা ব্যাগ টান দিলে তারা সড়কে পড়ে আহত হন।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন,’ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আমাদের সময়/আরআর