পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের মৃত্যু

পটিয়া প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৫, ০৮:২০
শেয়ার :
পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের মৃত্যু

চট্টগ্রামে পটিয়া উপজেলার খরনা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মুজাফরাবাদ এলাকায় বালুবাহী একটি পিকআপের সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবকের মৃত্যু হয়।

বুধবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ওস্তাদ পাড়ার এলাকার বাঁচা মিয়ার পুত্র মো. মিনহাজ উদ্দিন (২৪) ও খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রং মিস্ত্রি মো. মিন্টু আলমের পুত্র মোহাম্মদ ফাহিম আলম (২০)।

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মুজাফরাবাদ এলাকার মৃত রমিজ আহমদের বাড়িতে বুধবার রাত ১০টার দিকে রমিজ আহমদের ঘরের কাজের জন্য বালুবাহী একটি পিকআপ গাড়ির সঙ্গে লেগে পল্লী বিদ্যুতের তারটি ছিঁড়ে দুই যুবকের গায়ের ওপর পড়ে। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তারা দুজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ওই ঘটনায় ইকবাল হোসেন নামের একজন আহতও হন। তাকে পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় বিদ্যুৎ লাইন সচল থাকায় এলাকায় লোকজন উদ্ধারে কেউ সাহস করেননি। পরে বিদ্যুৎ লাইন বন্ধ হলে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কচুয়ায় ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার মো সাইফুল ইসলাম জানান, বালুবাহী একটি পিকআপের গাড়ির সঙ্গে লেগে পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে দুই যুবক মারা যান। একজনের বাড়ি কচুয়ায় ইউনিয়ন ও অন্যজন খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় ইকবাল নামের আরও একজন আহত হন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: নুরুজ্জামান ও ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং ওইদিন রাতেই পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির শেষে লাশ দুটি থানায় নিয়ে আসে। বালুভক্তি পিকআপ গাড়িটি আমরা জব্দ করেছি। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেব। তবে তদন্ত চলছে।’

আমাদের সময়/আরআর