রূপ বদলাচ্ছে হোয়াইট হাউস /

ট্রাম্পের সিদ্ধান্তে ভাঙা হচ্ছে ইস্ট উইং

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৮
শেয়ার :
ট্রাম্পের সিদ্ধান্তে ভাঙা হচ্ছে ইস্ট উইং

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের বর্তমান কাঠামো ভেঙে ফেলা হবে। সেখানে নির্মাণ করা হবে ২৫০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি নতুন বলরুম।

সোমবার থেকেই ভবনটির অংশবিশেষ ভাঙার কাজ শুরু হয়েছে। প্রশাসনের দুই কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, পুরো অংশটি সপ্তাহের মধ্যেই ভেঙে ফেলা হবে।

এটি গ্রীষ্মে ঘোষিত হোয়াইট হাউস সংস্কার প্রকল্পের একটি বড় সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে। এর আগে ট্রাম্প বলেছিলেন, তার প্রস্তাবিত বলরুমটি বর্তমান ভবনের কাঠামোতে কোনো প্রভাব ফেলবে না।

কাজের পরিধি নিয়ে স্বচ্ছ না থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেন, ‘আমরা এতটাই স্বচ্ছ থেকেছি, যতটা কেউ কখনো ছিল না।’

দুই শতাব্দী ধরে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইস্ট উইং ১৯০২ সালে নির্মিত হয় এবং সর্বশেষ বড় পরিবর্তন আনা হয় ১৯৪২ সালে।

হোয়াইট হাউসের এই অংশেই থাকে ফার্স্ট লেডি ও অন্যান্য কর্মকর্তাদের অফিস, পাশাপাশি সভা ও বিশেষ আয়োজনের স্থান।

ট্রাম্প বলেন, ‘ভবনটি বছরের পর বছর ধরে বহু পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এবং এটি মূল নকশা থেকে অনেকটাই বদলে গেছে।’

তার ভাষায়, ‘এটি কখনোই বিশেষ কিছু হিসেবে ভাবা হয়নি, তবে এই পরিবর্তন চাওয়া হচ্ছিল অন্তত ১৫০ বছর ধরে।’

তিনি আরও জানান, পুরো নির্মাণ ব্যয় বহন করছেন তিনি নিজে এবং আমার কয়েকজন বন্ধু-দাতা। 

এ কাজে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও সহায়তা দিচ্ছে বলে জানান ট্রাম্প।

আমাদের সময়/এআই