আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ বৃহস্পতিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
বিএনপি
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বেলা ১১টায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের প্রধান আলোচক থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বেলা ১১টায় আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দল। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত ‘২৪ জুলাই গণ-অভ্যুত্থান তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মিরপুরের শিয়ালবাড়ীতে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত থাকবেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জাতীয় পার্টি
বিকেল ৩টায় জাতীয় পার্টি কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ‘উপজেলা দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বক্তব্য দেবেন জাতীয় পার্টির মহা-সচিব শামীম হায়দার পাটোয়ারীসহ অন্য নেতারা।
আমাদের সময়/ টিটিএ