সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৫, ০০:০০
শেয়ার :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা অধিদপ্তরের

সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অ্যাসেম্বলি, পিটি ও ক্রীড়ার আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানদের মানতে হবে তিন নির্দেশনা। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়- শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, নৈতিকতা ও মূল্যবোধ সুরক্ষার লক্ষ্যে এ অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত এসব কার্য পালন করার জন্য বলা হলো।

এর মধ্যে রয়েছে- প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম শুরুর আগে নিয়মিত অ্যাসেম্বলি ও পিটির আয়োজন করা, প্রতিষ্ঠানগুলো বছরব্যাপী পর্যায়ক্রমে সময়োপযোগী ক্রীড়ার আয়োজন করা, যেসব প্রতিষ্ঠানে ক্যান্টিন বা অন্য কোনো ব্যবস্থাপনায় খাবার সরবরাহ করা হয়, সেসব সরবরাহকৃত খাবার যাতে স্বাস্থ্যসম্মত হয়, সেই বিষয়টি নিশ্চিত করা।