নিখোঁজের ২ দিন পর মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি লাশ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৫, ১৮:৫৮
শেয়ার :
নিখোঁজের ২ দিন পর মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি লাশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আমির হামজা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে রাজবাড়ীর পাংশা ও পাবনা জেলার সুজানগর এলাকার সীমান্তের পদ্মা নদীর চরাঞ্চল এবং মোংলার পশুর নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধিরা আরও জানানÑ

ফরিদপুর : গতকাল বুধবার সকালে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের চর চান্দড়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য বুধবার ভোরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত হামজা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের সায়েম উদ্দিন বিশ্বাসের ছেলে এবং গোপালপুর ইউনিয়নের চান্দড়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার হেফজখানার ছাত্র ছিল।

রাজবাড়ী : বুধবার বিকালে স্থানীয় জেলেদের দেওয়া খবরের ভিত্তিতে পাংশার হাবাসপুর খেয়াঘাটের পাশে পদ্মার চর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পাংশা মডেল থানার ওসি মো. সালাহউদ্দিন বলেন, পদ্মায় মাছ ধরার সময় জেলেরা চরে মরদেহটি দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মোংলা (বাগেরহাট) : চাঁদপাই নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরামুল হক বলেন, সংবাদের ভিত্তিতে চাঁদপাই নৌ-থানাধীন পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন নদীর পানিতে ভাসমান অজ্ঞাত একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় এবং মৃত্যুর কারণ উদঘাটনে আমরা চেষ্টা চালাচ্ছি।