দেব-রুক্ষ্মিনীর প্রেমে ভাঙনের গুঞ্জন
এক দশকেরও বেশি সময় ধরে চুটিয়ে প্রেম করছেন দেব ও রুক্ষ্মিণী মৈত্র। তাদের ঘনিষ্ঠতা টালিউডে ‘ওপেন সিক্রেট’। সম্প্রতি সেই প্রেমে ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। দুজনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, কয়েকদিন ধরে দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে দেখা যাচ্ছে না রুক্ষ্মিণীকে। নায়কের ফিল্মি ক্যারিয়ারের ২০ বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন ইভেন্টেও তার অনুপস্থিতি চোখে পড়েছে সবার। এমনকি দেব প্রযোজিত ও অভিনীত আলোচিত ছবি ‘রঘু ডাকাত’-এর কোনো স্ক্রিনিংয়েও রুক্ষ্মিণীর দেখা মেলেনি। এর পর থেকেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন।
সম্প্রতি কালীপূজার উদ্বোধনে যোগ দিতে মুম্বাই থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতায় আসেন রুক্ষ্মিণী। এর পরই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। কেন ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনে দেখা গেল না? প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘কাজের জন্য বাইরে আছি। বিশেষ কাজে এক দিনের জন্য এসেছি। আবার চলে যেতে হবে দিল্লি, আমার ভাইঝি আমাইরার জন্মদিন আছে।’ দেবের পাশে না থাকার প্রসঙ্গটি সরাসরি টানতেই রহস্যময় হাসি হেসে রুক্ষ্মিণী বলেন, ‘একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল