শুক্রবার ও শনিবার ঢাকা কাস্টমস হাউস খোলা থাকবে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর অন্তর্বর্তীকালীন আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখতে শুক্রবার (২৪ অক্টোবর) ও শনিবার (২৫ অক্টোবর) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা কাস্টমস হাউস।
বুধবার (২২ অক্টোবর) ঢাকা কাস্টম হাউসের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ঢাকা কাস্টমস হাউসের শুল্কায়ন দল এবং তাদের অধিক্ষেত্রের আওতায় এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিট দুর্যোগ–পরবর্তী অন্তর্বর্তী সময়ে আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে আগামী শুক্রবার ও শনিবার (২৪-২৫ অক্টোবর) অফিস খোলা থাকবে। নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর গত ১৮ অক্টোবর (শনিবার) বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। এতে কুরিয়ার সার্ভিস সেবা এবং আমদানি অংশের ব্যাপক ক্ষতি হয়। আমদানিকারকদের বহু পণ্য নষ্ট হয়।
আমাদের সময়/আরডি
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?