শুক্রবার ও শনিবার ঢাকা কাস্টমস হাউস খোলা থাকবে

অনলাইন ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ২০:৩৭
শেয়ার :
শুক্রবার ও শনিবার ঢাকা কাস্টমস হাউস খোলা থাকবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর অন্তর্বর্তীকালীন আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখতে শুক্রবার (২৪ অক্টোবর) ও শনিবার (২৫ অক্টোবর) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

বুধবার (২২ অক্টোবর) ঢাকা কাস্টম হাউসের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ঢাকা কাস্টমস হাউসের শুল্কায়ন দল এবং তাদের অধিক্ষেত্রের আওতায় এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিট দুর্যোগ–পরবর্তী অন্তর্বর্তী সময়ে আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে আগামী শুক্রবার ও শনিবার (২৪-২৫ অক্টোবর) অফিস খোলা থাকবে। নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

এর গত ১৮ অক্টোবর (শনিবার) বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। এতে কুরিয়ার সার্ভিস সেবা এবং আমদানি অংশের ব্যাপক ক্ষতি হয়। আমদানিকারকদের বহু পণ্য নষ্ট হয়।

আমাদের সময়/আরডি