শ্রীলঙ্কায় বিরোধী দলের নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১৯:০৪
শেয়ার :
শ্রীলঙ্কায় বিরোধী দলের নেতাকে গুলি করে হত্যা

শ্রীলঙ্কায় বিরোধী রাজনৈতিক দলের নেতাকে তার অফিসে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এক অজ্ঞাত বন্দুকধারীর ছোড়া গুলিতে তার মৃত্যু হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলিতে শ্রীলঙ্কায় ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় তিনিই প্রথম রাজনীতিবিদ হিসেবে নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, রাজধানী কলম্বো থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯০ মাইল) দক্ষিণে অবস্থিত উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিলের প্রধান লাসান্থা বিক্রমাসেকারা (৩৮) তার অফিসিয়াল কাজে যোগদান করছিলেন, ঠিক তখনই এক বন্দুকধারী অফিস ভবনে ঢুকে পিস্তল দিয়ে গুলি চালায়। পরে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই বিক্রমাসেকারা মারা যান। গুলি চালানোর বিষয় এখনো পরিষ্কার নয় এবং সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

জানা গেছে, ৩৮ বছর বয়সী বিক্রমাসেকারা বিরোধী দল সামাগি জানা বালাওয়েগায়া থেকে কাউন্সিলে নির্বাচিত হয়েছিলেন, যারা ক্ষমতাসীন দলের সঙ্গে কাউন্সিলের নিয়ন্ত্রণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় জয়লাভ করেছিল।

শ্রীলঙ্কার অনেক জায়গায় সাম্প্রতিক মাসগুলিতে অপরাধের এক ঢেউ, বিশেষ করে গুলিবর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে, যার প্রধান কারণ মাদক বিতরণ নিয়ে গ্যাং দ্বন্দ্ব।

গত ফেব্রুয়ারিতে আইনজীবীর ছদ্মবেশে এক বন্দুকধারী কলম্বোর একটি আদালতের ভেতরে ঢুকে এক আসামিকে গুলি চালিয়ে হত্যা করেন। সেই সময় দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, চলতি বছর এ পর্যন্ত শ্রীলঙ্কায় ১০০টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। যার মধ্যে ৫১ জন নিহত এবং আরও ৫৬ জন আহত হয়েছেন। এই নতুন সহিংসতার ঢেউয়ে নিহত প্রথম রাজনীতিবিদ হিসেবে বিক্রমাসেকারাকে বিবেচনা করা হচ্ছে।

সরকার আইনশৃঙ্খলা কঠোরভাবে বাস্তবায়ন এবং গ্যাংদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশ এখন পর্যন্ত কয়েক ডজন সন্দেহভাজন গ্যাং নেতা এবং কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করেছে।

কিছু অভিযুক্ত গ্যাং নেতা দুবাই, ইন্দোনেশিয়া, ভারত এবং নেপালের মতো দেশে লুকিয়ে আছে। শ্রীলঙ্কার পুলিশ সাম্প্রতিক মাসগুলিতে ওই দেশগুলির আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এক ডজনেরও বেশি সন্দেহভাজন রিং নেতাকে গ্রেপ্তার করেছে এবং তাদের শ্রীলঙ্কায় ফিরিয়ে এনেছে।

আমাদের সময়/আরডি