হিন্দু পরিবার ও সাংবাদিককে হুমকির ঘটনায় মুকুল গ্রেপ্তার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৫, ১৭:২৩
শেয়ার :
হিন্দু পরিবার ও সাংবাদিককে হুমকির ঘটনায় মুকুল গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি ও সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাতে গলাচিপায় উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামের এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভুক্তভোগী দিলীপ দেবনাথ বাদী হয়ে মুকুল প্যাদার বিরুদ্ধে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে একই দিন রাতে গ্রেপ্তার করে থানা পুলিশ। মুকুল চিকনিকান্দি ইউনিয়ন যুবদলের একজন কর্মী।

এর আগে সোমবার (২০ অক্টোবর) রাতে মাঝগ্রামের বাসিন্দা দিলীপ দেবনাথ গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি উল্লেখ করেন, মুকুল প্যাদা ও তার ভাই আরিফ হোসেন প্যাদা দীর্ঘ দিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। সম্প্রতি তারা তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেন। ভয়ে তিনি স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে গলাচিপা থানায় আশ্রয় নেন।

পরের দিন সকালে এ বিষয়ে জানতে সাংবাদিকরা মোবাইল ফোনে মুকুল প্যাদার বক্তব্য জানতে চাইলে তিনি উল্টো তাদের ভয়ভীতি ও হুমকি দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীর বক্তব্যের ভিডিওটি দ্রুত মুছে ফেলতে বলেন।

বিষয়টি নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিলন সিকদার বলেন, ‘গত কিছু দিন ধরে অভিযুক্ত মুকুল প্যাদা ভুক্তভোগী হিন্দু পরিবারটিকে মারধর করলে তারা থানায় আসলে আমরা মামলা করতে বলি। কিন্তু ভয়ে তারা মামলা না করেই চলে যান। পরবর্তীতে আবারও ওই হিন্দু পরিবারটিকে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করেন মুকুল প্যাদা। এ ঘটনায় ভুক্তভোগী দিলীপ দেবনাথ বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত মুকুল প্যাদার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।’

ওসি আরও বলেন, ‘মামলা রুজু হওয়ার পরপরই মুকুল প্যাদাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

আমাদের সময়/এফএম