স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৫, ১৬:৫৩
শেয়ার :
স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

স্বামীর সঙ্গে ঝগড়া করে মুক্তা খাতুন (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় তার মরদেহ রেখে স্বামীসহ পরিবারের লোকজন বাড়ি থেকে উধাও হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে ঘটনাটি ঘটে। মুক্তা খাতুন লাঙ্গলমোড়া গ্রামের বুলু মিয়ার মেয়ে ও একই এলাকার ইয়াসিন আলীর স্ত্রী।

জানা যায়, বিয়ের পর থেকে প্রায় সময় স্বামীর সঙ্গে ঝগড়া লেগেই থাকতো গৃহবধূ মুক্তার। গতকাল মঙ্গলবারেও তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়। দিনের পর দিন ঝগড়া সইতে না পেরে ওইদিন রাতে তিনি কিটনাশক পান করে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে হাসপাতালে ওই গৃহবধূর মরদেহ রেখে স্বামী ইয়াসিন আলীসহ পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। গৃহবধূ মুক্তার ভাই শেরপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আমাদের সময়/এফএম