হেলিকপ্টার দুর্ঘটনার কবলে ভারতীয় রাষ্ট্রপতি
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারটি কেরালার প্রমাদম স্টেডিয়ামে অবতরণের পর দুর্ঘটনার কবলে পড়ে। বুধবার (২২ অক্টোবর) সকালে শবরীমালা মন্দির সফরের পথে এ ঘটনা ঘটে।
ভারতীয় গণ্যমাধ্যম ‘দ্য হিন্দু’র প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতির হেলিকপ্টারটি অবতরণের সময় হেলিপ্যাডের কংক্রিটের একাংশ হঠাৎ দেবে যায়। এতে ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি কিছুটা বেসামাল হয়ে পড়ে। তবে রাষ্ট্রপতি মুর্মু সম্পূর্ণ নিরাপদ আছেন।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দেবে যাওয়া হেলিকপ্টারের চাকা দ্রুত সরিয়ে নিতে তৎপর হন। স্থানীয় এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, শেষ মুহূর্তে প্রমাদমকে অবতরণের স্থান হিসেবে নির্ধারণ করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতেই সেখানে তড়িঘড়ি করে নতুন কংক্রিটের হেলিপ্যাড তৈরি করা হয়েছিল।
তিনি আরও বলেন, ‘হেলিপ্যাডের কংক্রিট পুরোপুরি শক্ত হয়নি। ফলে অবতরণের সময় হেলিকপ্টারের ওজন তা সহ্য করতে পারেনি এবং চাকাগুলোর নিচে গর্ত তৈরি হয়।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
খারাপ আবহাওয়ার কারণে মূল পরিকল্পনা অনুযায়ী নীলাক্কালের পরিবর্তে প্রমাদমে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান এই কর্মকর্তা।
জানা যায়, চার দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি মুর্মু মঙ্গলবার সন্ধ্যায় তিরুবনন্তপুরমে পৌঁছান। বুধবার সকালে তিনি শবরীমালায় ভগবান আয়াপ্পা মন্দিরে প্রার্থনা করবেন। তিনিই প্রথম নারী রাষ্ট্রপ্রধান, যিনি শবরীমালা মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছেন। এর আগে ১৯৭০-এর দশকে রাষ্ট্রপতি ভি ভি গিরি এই মন্দির পরিদর্শন করেছিলেন।
রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনি রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের আবক্ষ মূর্তি উন্মোচন করবেন। পরে তিনি ভারকালার শিবগিরি মঠে শ্রী নারায়ণ গুরুর মহাসমাধি শতবর্ষ উদযাপনের উদ্বোধন এবং কোট্টায়ামের সেন্ট থমাস কলেজের প্ল্যাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এরপর ২৪ অক্টোবর (শুক্রবার) এর্নাকুলামের সেন্ট তেরেসা কলেজের শতবর্ষ উদযাপনে যোগদানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি মুর্মুর কেরালা সফর শেষ হওয়ার কথা রয়েছে।
আমাদের সময়/আরডি