জায়েদ খান কীভাবে এত সুখী, প্রশ্ন জয়ের

বিনোদন ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১৫:৩৬
শেয়ার :
জায়েদ খান কীভাবে এত সুখী, প্রশ্ন জয়ের
ছবি : সংগৃহীত।

আলোচিত ও বিতর্কিত অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে এখন খুব বেশি একটা নিয়মিত না হলেও তিনি সরব থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নানা ইস্যুতে নিজের মতামত অকপটে তুলে ধরেন তিনি। এবার আলোচনায় এসেছেন অভিনেতা জায়েদ খানকে নিয়ে একটি ব্যতিক্রমধর্মী পোস্টের মাধ্যমে।

বুধবার (২২ অক্টোবর) জয় তার ফেসবুক পেজে জায়েদ খানের একটি নাচের ভিডিও শেয়ার করেন। ভিডিওটি ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের অনুষ্ঠানের একটি অংশ, যেখানে হাসিখুশি ভঙ্গিতে নাচতে দেখা যায় জায়েদকে।

পোস্টের ক্যাপশনে জয় লেখেন, ‘উনি (জায়েদ খান) কোন অপরাধে অপরাধী কিংবা কোন রাজনৈতিক দলের সদস্য, সেটা আমি জানতে চাই না। আমি অবাক বিস্ময়ে দেখি একজন মানুষ কীভাবে এত সুখী হতে পারে! দলমত বা রাজনীতির ঊর্ধ্বে থেকে মানুষের এই সুখ উপভোগ করি, আবার কখনো কখনো হিংসাও হয়।’

তিনি আরও লেখেন, ‘আমার বিবেক-বুদ্ধি বা সংবেদনশীলতা আমাকে এরকম আনন্দ করতে দেয় না। তাই তার এই সুখী রূপ দেখে মাঝে মাঝে নিজের বুদ্ধি-সংবেদনশীলতাকেই তুচ্ছ মনে হয়। ভালো থাকুন ভাই, আপনার দ্বারা যেন কারও ক্ষতি না হয়। এভাবেই বিনোদন দিয়ে যান। বাঙালির বিনোদনের বড় অভাব। যে কোনো একটা উপলক্ষ পেলেই তারা টেনে-হিঁচড়ে সেটাকে উপভোগ করতে চায়। কিন্তু আসলে কি তা উপভোগ্য হয়?’

জয়ের পোস্টটি ঘিরে ইতোমধ্যেই ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা। কেউ জয়কে সাহসী মন্তব্যের জন্য প্রশংসা করছেন, আবার কেউ তা বিদ্রূপ হিসেবে দেখছেন।

আমাদের সময়/কেইউ