ধর্ষণের ঘটনা দেখে ফেলায় দাদিকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের ফুলপুরে ৪ বছরের নাতিনকে ধর্ষণের সময় দেখে প্রতিবাদ করায় দাদিকে কুপিয়ে আহত করেন ধর্ষক আবুয়া রবিদাস নামে এক যুবক। আহত দাদি চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ অক্টোবর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পুলিশ ধর্ষক ও খুনি আবুয়া রবিদাসকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আবুয়া রবিদাস একই এলাকার কাচ্চু রবিদাসের ছেলে। উপজেলার আমুয়াকান্দা খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আমুয়াকান্দা খাদ্যগুদাম সংলগ্ন এলাকার রবিদাস বাড়ির ৪ বছর বয়সী এক শিশুকে রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে জোরপূর্বক ধর্ষণ করেন আবুয়া রবিদাস। এসময় শিশুটির দাদি ফুলবলি রবিদাস নাতিনকে ধর্ষণের ঘটনা দেখে চিৎকার করে প্রতিবাদ করেন। তখন ধর্ষক আবুয়া রবিদাস শিশুর দাদিকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দাদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার (২২ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয়।
এদিকে ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।’
আমাদের সময়/আরআর