নাইজেরিয়ায় ফের জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৩৮
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২১ অক্টোবর) দেশটির নাইজার অঙ্গরাজ্যের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে একই ধরনের দুটি ঘটনায় অন্তত ১১৬ জন প্রাণ হারিয়েছিলেন।
গত বছরের অক্টোবরে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১৪৭ জন প্রাণ হারিয়েছিলেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার জ্বালানি বোঝাই একটি ট্যাংকার সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে যায়। এরপর বিপুল পরিমাণ তেল রাস্তায় ছড়িয়ে পড়ে। আশপাশের বহু মানুষ ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহে ছুটে আসেন। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই আগুনে পুড়ে যায় আশপাশের সবাই।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস