পদ্মহেম ধামের সাধুসঙ্গ বৃহস্পতিবার
লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানের পদ্মহেম ধামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধুসঙ্গ।
এই সাধু সঙ্গের উদ্বোধন করবেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, প্রধান বক্তা হিসেবে থাকবেন, টুরিস্ট পুলিশ বিভাগের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান।
পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেন জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় আগমনী গানের মাধ্যমে শুরু হবে সাধুসঙ্গ। রাত ৮টায় শুরু হবে ধন্য প্রহরের গান।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এবার লালনের বাণী পরিবেশন করবেন, পাগলা বাবলু, রাজ্জাক বাউল, সমির বাউল, আরিফ বাউল, সুচনা সেলি, ডলি মন্ডল, এলিজা পুতুল, হারমোনিয়ামে সাইদুল, দোতারায় ভুট্টু বাউল, তবলায় সুমন বাউল,বাঁশিতে থাকবেন আরিফ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রসঙ্গত, সাধুসঙ্গের সহযোগিতা করছে সিটি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি।
আমাদের সময়/কেইউ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’