হাসপাতালে ভর্তি অভিনেত্রী চিত্রাঙ্গদা

বিনোদন ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১২:১০
শেয়ার :
হাসপাতালে ভর্তি অভিনেত্রী চিত্রাঙ্গদা

বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি হলেও এর কারণ সঠিক জানা যায়নি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন তিনি। হাসপাতাল থেকে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন চিত্রাঙ্গদা। হাতে ড্রিপ লাগানো। 

পোস্টে ক্যাপশনে চিত্রাঙ্গদা লিখেছেন, ‘খুব শীঘ্রই খরগোশের মতো দৌড়াব, এমন আশাই করছি।’

সম্প্রতি সালমান খানের ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমা নিয়ে ব্যস্ত চিত্রাঙ্গদা। ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে তাকে। 

অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘হাউসফুল ৫’-এ। তারকা বহুল সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। বরং ছবির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে নারীদের পণ্যের মতো দেখানো হয়েছে। চিত্রাঙ্গদা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরি, নানা পাটেকার। 

রুপালি পর্দায় আসার আগে চিত্রাঙ্গদা মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি আইসিআইসিআই ব্যাংক এবং আলুক্কাস জুয়েলারির মতো প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করেছেন। আলতাফ রাজার ‘তুম তো ঠহরে পরদেশি’ অ্যালবামের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। 

২০০৫ সালে সুধীর মিশ্র পরিচালিত ‘হাজারোঁ খোয়াইশে অ্যায়সি’ সিনেমার মাধ্যমে তিনি বড়পর্দায় আত্মপ্রকাশ করেন। এই ছবিতে গীতা রাও চরিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এ সিনেমার জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পান চিত্রাঙ্গদা।

আমাদের সময়/ টিটিএ