মেয়ের ছবি প্রকাশ করলেন রণবীর-দীপিকা
অবশেষে অপেক্ষার অবসান ঘটল। দীপাবলির আবহে প্রথমবারের মতো কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়,দীপাবলির সাজে একসঙ্গে ধরা দিয়েছেন মা, বাবা ও কন্যা। মায়ের সঙ্গে রং মিলিয়ে ছোট্ট দুয়া পরেছে লাল রঙের জমকালো চুড়িদার। পরনে রয়েছে মানানসই সোনার গয়না। দীপিকার পরনেও একই রঙের পোশাক। দীপাবলির উৎসব ঘিরেই সাজে এক সাদৃশ্য তৈরি করেছেন মা ও মেয়ে। দুয়ার মাথায় দু’পাশে ছোট ঝুঁটি বেঁধে দিয়েছেন দীপিকা। অন্যদিকে, রণবীরের পরনে ছিল সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি।
ছবিগুলোতে দেখা গেছে, কখনও দুয়া হাসছে, কখনও আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে বাবা-মাকে। রণবীর ও দীপিকা দু’জনেই কন্যাকে আদরে ভরিয়ে রেখেছেন। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তারা লিখেছেন, ‘দীপাবলির শুভেচ্ছা।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ছবিগুলো প্রকাশের পর অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ বলছেন, দুয়া হুবহু দীপিকার মতো দেখতে; আবার কেউ বলছেন, মেয়ের মুখে রণবীরের ছাপ স্পষ্ট।
পাঁচটি ছবির শেষটিতে দেখা গেছে—দীপিকার কোলে বসে জোড়হাতে ঈশ্বরের উদ্দেশে প্রার্থনা করছে ছোট্ট দুয়া।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, গত বছর গণেশ চতুর্থীর পরের দিনই কন্যা সন্তানের জন্মের খবর দেন দীপিকা পাড়ুকোন। একই বছরের দীপাবলিতে মেয়ের ছোট্ট পায়ের ছবি প্রকাশ করে নাম জানান ‘দুয়া’। সেই ধারাবাহিকতায় এ বছর দীপাবলির দিনেই কন্যার মুখ উন্মোচন করলেন দীপিকা ও রণবীর।
আমাদের সময়/ টিটিএ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’