আরও দুই বন্দীর মৃতদেহ ফেরত দিল হামাস, শনাক্ত ইসরায়েলি কর্তৃপক্ষের

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১০:৩৩
শেয়ার :
আরও দুই বন্দীর মৃতদেহ ফেরত দিল হামাস, শনাক্ত ইসরায়েলি কর্তৃপক্ষের

হামাস মঙ্গলবার আরও দুই বন্দীর মৃতদেহ ফেরত দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। যাদের একজনের নাম আর্যেহ জিলমানোভিচ এবং অন্যজন হলেন মাস্টার সার্জেন্ট তামির আদার।

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, আর্যেহ জিলমানোভিচ ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি কিববুতজ নীর ওজ থেকে অপহৃত হন এবং ২০২৩ সালের ১৭ নভেম্বর বন্দী অবস্থায় নিহত হন।

এছাড়া তামির আদার, মৃত্যুকালে যার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি ছিলেন নীর ওজের কমিউনিটি সিকিউরিটি স্কোয়াডের সদস্য এবং ৭ অক্টোবরে হামাসের সঙ্গে লড়াই চলা কালে নিহত হন।

আইডিএফ জানিয়েছে, এই মৃতদেহ ফেরতের মাধ্যমে হামাস সেপ্টেম্বর মাসে মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে মোট ২৮ মৃত ইসরায়েলি বন্দীর মধ্যে ১৫ জনের দেহ ফেরত দিয়েছে।

দেহের কফিনগুলো রেড ক্রসের মাধ্যমে ফিলিস্তিনি এলাকায় সেনাদের হাতে হস্তান্তর করা হয়, যারা এগুলো ইসরায়েলের দিকে নিয়ে যান। পরে কফিনগুলো তেল আবিবে আনুষ্ঠানিক শনাক্তকরণের জন্য নেওয়া হয়।

পূর্ববর্তী বন্দী ফেরতের সময়ে হামাস এক প্যালেস্টাইনি দেহ ফেরত দিয়েছিল, যা তারা বলেছিল অ্যাকসিডেন্টাল, কারণ দেহ খুঁজে পাওয়া কঠিন হয়েছিল।

চুক্তির পরে ২০ জন জীবিত বন্দী মুক্তি পেয়েছিলেন।

আইডিএফ আরও জোর দিয়েছেন যে, হামাসকে চুক্তি মানতে হবে এবং সকল মৃত বন্দীর দেহ ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এদিকে ইসরায়েলে নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে, তাদের দাবি হামাস এখনো সকল মৃত বন্দীর দেহ ফেরত দেয়নি।

আমাদের সময়/এআই