পুলিশকে ছুরিকাঘাত করে পালাল ছিনতাইকারী

অনলাইন ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ০৮:০২
শেয়ার :
পুলিশকে ছুরিকাঘাত করে পালাল ছিনতাইকারী

পুলিশকে ছুরিকাঘাত করে এক ছিনতাইকারী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পালিয়ে গেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, পালিয়ে যাওয়া আসামি মো. ইমাম হোসেন আকাশ (২৯) আনোয়ারার দিঘীরপাড় বরুমছড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি নগরের বন্দর এলাকার আজাদ কলোনির শাহজাহান বাড়িতে ভাড়া থাকেন।

এর আগে ঘটনার দিন দুপুর ১২টার দিকে বন্দর অফিসার্স কলোনির বাইরে এক চীনা নাগরিকের মোবাইল ছিনতাইয়ের সময় স্থানীয়রা মো. আকাশ (২৫) ও মো. শাহাদাতকে (২২) পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। এদিন ছিনতাইয়ের শিকার চীনা নাগরিকের পায়ে ছুরিকাঘাত করা হয়। তবে, পুলিশের পক্ষ থেকে চীনা নাগরিকের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি।  

খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ৩টার দিকে নগরীর বন্দর থানা-পুলিশ আহত আকাশকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার সঙ্গে এক পুলিশ সদস্যও ছিল। এসময় তার ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এক পুরুষ ও দুই নারী মিলে পুলিশ সদস্যদের আক্রমণ করে। এক পুলিশ সদস্যের পায়ে ছুরি মারার পর আসামি ইমাম হোসেন আকাশকে ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে ওই দুই নারীর একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘শুনেছি চীনা নাগরিককে ছুরি মেরে আহত করা ছিনতাইকারী পাহারারত পুলিশকে ছুরি মেরে পালিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি। তবে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

আমাদের সময়/আরআর